দিনাজপুরের বেসরকারী উন্নয়ন সংস্থা আরডিআরএস এর পক্ষ থেকে চলমান করোনা ভাইরাস (কোভিট-১৯) প্রতিরোধ ও নিয়ন্ত্রনে ১ হাজার উন্নত মানের মাক্স প্রদান করা হয়।
২৩ আগস্ট সোমবার দিনাজপুর সদর উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয় আরডিআরএস বাংলাদেশের পক্ষে সিনিয়র রিজিওয়ানল ম্যানেজার মোঃ শাহাদুল হক দিনাজপুর সদর উপজেলা নিবার্হী অফিসার মতুর্জা আল-মুঈদ এর নিকট চলমান করোনা ভাইরাস (কোভিট-১৯) প্রতিরোধ নিয়ন্ত্রনে উন্নত মানের ১ হাজার পিস মাক্স প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন আরডিআরএস এর এলাকা ব্যাবস্থাপক মোঃ মাইদুল ইসলাম, শাখা ব্যাবস্থাপক মোঃ মনিবুর রহমান ও হিসাব কর্মকর্তা সুবল চন্দ্র বর্মন। সিনিয়র রিজিওয়ানল ম্যানেজার মোঃ শাহাদুল হক বলেন, দিনাজপুর জেলায় ১৩টি উপজেলায় আমরা ১ হাজার করে উন্নত মানের মাস্ক প্রদান করছি। ইতিপূর্বে বৈশ্বিক মহামারি করোনাকালীন সময় কর্মহীন ৩২০ জন মানুষকে ২ হাজার টাকা প্রদান করা হয়েছে।
দিনাজপুর সদর উপজেলা নিবার্হী অফিসার মতুর্জা আল-মুঈদ বলেন, আরডিআরএস করোনা প্রতিরোধে উন্নত মানের মাস্ক বিতরণ কার্যক্রম সত্যি প্রশংসনীয়। সাধারণ মানুষের মাঝে বিশেষ করে তৃনমূল পর্যায় এই মাক্স বিতরণ করা হবে। মাস্ক ব্যাবহারে জনগনকে সচেতন করাই আমাদের প্রধান লক্ষ্যে।