২৩ আগস্ট সোমবার বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) দিনাজপুর জেলা শাখার আয়োজনে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যান সমিতি দিনাজপুর জেলা শাখার আয়োজনে যক্ষ্মা রোগ নিয়ন্ত্রনে গন সচেতনতা বৃদ্ধিতে সুশীল সমাজের প্রতিনিধিদের ভূমিকা শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নাটাব দিনাজপুর জেলা শাখার সভাপতি ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ পারভেজ সোহেল রানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যান সমিতির চেয়ারম্যান মোঃ মোকাররম হোসেন খান, সাধারণ সম্পদাক আব্দুল মতিন। স্বাগত বক্তব্য রাখেন নাটাব জেলা শাখার সাধারণ সম্পাদক কাশী কুমার দাস। সঞ্চালকের দায়িত্ব পালন করেন নাটাব কেন্দ্রীয় কার্যালয় হতে আগত রংপুর প্রতিনিধি কাওছার উদ্দিন। মুক্ত আলোচনায় অংশ গ্রহন করেন সমিতির সদস্য হুমায়ুন কবির, অধ্যক্ষ ইসমাইল হোসেন, ফসিউদ্দিন আহম্মেদ।
প্রধান অতিথি আরএমও ডাঃ পারভেজ সোহেল রানা বলেন, একনাগাড়ে দুই সপ্তাহ বা তার অধিক সময় ধরে কাশি যক্ষ্মার প্রধান লক্ষন। যক্ষ্মা একটি জীবানুঘটিত সংক্রামক রোগ। এ রোগের চিকিৎসার পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করতে হবে। এ রোগ শনাক্ত হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহন করতে হবে। নিয়মিত, সঠিক মাত্রায় ও নিদির্ষ্ট সময় পযর্ন্ত ঔষুধ সেবনের মাধ্যমে যক্ষ্মা রোগ সম্পূর্ন ভালো হয়।