২৩ আগস্ট সোমবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রাজ দেবোত্তর এষ্টেটের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও রাজ দেবোত্তর এষ্টেটের ট্রাস্টি খালেদ মোহাম্মদ জাকী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনোরঞ্জন শীল গোপাল। স্বাগত বক্তব্য রাখেন রাজ দেবোত্তর এষ্টেটের এজেন্ট রনজিত কুমার সিংহ। এসময় উপস্থিত ছিলেন রাজ দেবোত্তর এষ্টেটের সদস্য সুনীল চক্রবর্তী, স্বরূপ বকসী বাচ্চু, শ্যামল কুমার ঘোষ, উত্তম কুমার রায়, গৌর চন্দ্র শীল, রতন সিং, ডাঃ ডিসি রায়, এ্যাড সরোজ গোপাল রায়, বিমল চন্দ্র দাস, সঞ্চয় কুমার মিত্র। এছাড়া আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সচীন চাকমা, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মনিরুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ, জেলা স্কাউট সম্পাদক আনিসুজ্জামান মিলন। প্রধান অতিথি মনোরঞ্জন শীল গোপাল এমপি বলেন, আগামী ২৭ আগস্ট শুক্রবার স্বাস্থ্যবিধি মেনে কাহারোল থেকে নৌকা যোগে প্রতি বছরের ন্যায় এবারও শ্রী শ্রী কান্তজিউ’র বিগ্রহ দিনাজপুর সাধুঘাটে আনা হবে এবং রাজকীয় শোভাযাত্রা সহকারে রাজবাটী মন্দিরে নিয়ে যাওয়া হবে। এব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনী সার্বিক তত্ত্বাবধান করবেন। এছাড়া নৌকা বহরে কোন সদস্যের স্বাস্থ্যগত সমস্যা দেখা দিলে মেডিকেল টিমের ব্যবস্থা করা হবে। কাহারোল হতে নদীপথে আসার সময় কান্তজীউ’র বিগ্রহ ভক্তদের দর্শনের জন্য প্রায় ৮৪টি ঘাটে অবস্থান করবে। সে সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত থাকবে।