জননন্দিত প্রগতিশীল নেতা অধ্যাপক বদিউজ্জামান বাদলের নাগরিক শোক সভা দিনাজপুর নাট্য সমিতি মিলনায়তনে নাগরিক শোক সভা কমিটির আয়োজনে গত শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়।
নাগরিক শোক সভা আয়োজন কমিটি’র আহবায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন রবিউল আউয়াল খোকা। অধ্যাপক বদিউজ্জামান বাদল এর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন এ্যাডঃ মোফাজ্জল হোসেন দুলাল, সংগীত ডিগ্রি কলেজের অধ্যাক্ষ দ্বিজেন্দ্রনাথ রায়, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি দিনাজপুর শাখার সভাপতি এ্যাডঃ মেহেরুল ইসলাম, সাবেক বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ আহাদ আলী, বাদলের সহধর্মীনি এরিনা বেগম, জেলা জাসদের সভাপতি এ্যাডঃ লিয়াকত আলী, অধ্যক্ষ সুফিয়া নাহার মঞ্জু, এ্যাডঃ রিয়াজুল ইসলাম রাজু, অধ্যক্ষ মোজাম্মেল বিশ্বাস, সারওয়ারুল হাসান ক্লিপ্টন, কবি বাসুদেব শীল, শফিকুল ইসলাম শিকদার, সিফাত জাহান শিউ, অধ্যক্ষ হাবিবুল ইসলাম বাবুল, সহিদুল ইসলাম শহিদুল্লাহ, জলিল আহম্মেদ, অধ্যাক্ষ ড. মাসুদুল হক, বাদলের ভাই মিনহাজুল, কমরেড হবিবর রহমান, অরুনধুতি রায়, কবিতা পাঠ করেন তরিকুল আলম তরু।
সঞ্চালকের দায়িত্ব পালন করেন নূরুল মতিন সৈকত। বক্তারা বলেন, কমরেড বাদল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে স্বোচ্চার কন্ঠস্বর এবং রাজপথের একজন লড়াকু সৈনিক ছিলেন। বাম সংগঠনের নেতা হিসেবে তিনি ছিলেন একজন সচেতন ও দায়িত্বশীল সংগঠক। কৃষক-শ্রমিক এবং খেটে খাওয়া মানুষের জন্য তিনি ছিলেন নিবেদীত প্রান। কমরেড বাদলের আন্দোলন-সংগ্রামের পারিবারিক ঐতিহ্য ছিল বলেই তিনি একজন স্বোচ্চার নেতা হিসেবে নিজেকে গড়ে তুলেছিলেন। অধিকার বঞ্চিত মানুষের হৃদয়ে তিনি চিরজীবন বেঁচে থাকবেন। তার কর্মময় জীবনের আদর্শকে আমরা যদি লালন-ধারণ করে রাখতে পারি তাহলে আমাদের মাঝে বাদল বেঁচে থাকবে। উল্লেখ্য, গত ৬ অক্টোবর হৃদ রোগে আক্রান্ত হয়ে বাদল শেষ নিশ্বাস ত্যাগ করেন।