স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, টিকা নেয়াটাই করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের গুরুত্বপূর্ণ হাতিয়ার। আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব বেশী সংখ্যক মানুষকে টিকা দিতে সেভাবেই স্বাস্থ্য বিভাগ কাজ করছে। আমরা সবাই যদি স্বাস্থ্যবিধিগুলো সঠিকভাবে মেনে চলি তাহলে সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। তিনি স্বাস্থ্য বিধি মানার জন্য সবাইকে অনুরোধ করেন। আমরা নিজেরা নিজেদের সুরক্ষিত রাখতে পারলেই কোভিড নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
২৩ অক্টোবর শনিবার দিনাজপুর সদর উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়নে ব্র্যাকের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন শেষে আস্করপুর ইউনিয়ন পরিষদে মতবিনিময়কালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ কথা বলেন।
দিনাজপুর সদর উপজেলার আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া’র সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মো. আব্দুল কুদ্দুছ, ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. পয়গাম আলী প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও ব্র্যাকের প্রতিনিধিবৃন্দ।
এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ মীরজাদী সেব্রিনা ফ্লোরা ব্র্যাকের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শনকালে আস্করপুর ইউনিয়নের জামালপুর গ্রামে জ্বরে আক্রান্ত ফাতেমা বেগম-এর সাথে স্বাস্থ্য বিষয়ে কথা বলেন। এরপর তিনি কুসুম্বী কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন।