মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ ২২ ডিসেম্বর’২০২১ বুধবার রাত ৯টায় সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী স্কাউট সদস্যদের নিয়ে বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান-২০২১ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান-২০২১ এর সকল কার্যক্রম ২২ ডিসেম্বর বুধবার রাতে ক্যাম্প ফায়ার এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের এর মাধ্যমে সমাপ্তি করা হয়। প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণি থেকে একাদশ শ্রেণি পর্যন্ত কাব, স্কাউট ও রোভার সদস্যদের নিয়ে ২১-২২ ডিসেম্বর ২দিনব্যাপী এই তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান সম্পন্ন হয়।
উদ্বোধনী দিন থেকে সমাপনী দিন পর্যন্ত দিনাজপুর জেলা রোভার এর সম্পাদক মোঃ জহুরুল হক এর প্রশিক্ষণে প্রশিক্ষণ গ্রহণ করেন অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ। সমাপনী অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ ব্রাদার কাজল লিনুস কস্তা সি.এস.সি’র সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ ব্রাদার জেমস সঞ্জীব সরকার সিএসসি, বিদ্যালয় শাখার সহকারি প্রধান শিক্ষিকা সিস্টার সন্ধ্যা পিউরিফিকেশন সি.আই.সি, বিদ্যালয় শাখার সহকারি প্রধান শিক্ষক ব্রাদার জনি গ্রেগোরি সি.এস.সি, সিনিয়র শিক্ষক মাওলানা আবেদ আলী, প্রাক-প্রাথমিক শাখার শিক্ষিকা ও কাব লিডার শিপ্রা বল্লভ, সহকারী শিক্ষক ও স্কাউট লিডার সুনীল বাস্কে, প্রভাষক ও রোভার লিডার আবু তাহের প্রমূখ।