
মোঃ নুর ইসলাম ॥ ২৪ জানুয়ারি ২০২২ সোমবার সকালে পল্লীশ্রী’র নারীর ক্ষমতায়নের জন্য সুযোগ সৃষ্টি প্রকল্পের আয়োজনে এবং ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানী’র সহযোগিতায় পল্লীশ্রী’র হলরুমে অনুষ্ঠিত দুই দিনব্যাপী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দুই দিনব্যাপী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেশন পরিচালনা করেন দিনাজপুর সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মামুন হাসান চৌধুরী।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন এই উদ্যোক্তাদের দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ নিয়ে তারা তাদের এলাকায় প্রশিক্ষণগুলো সঠিকভাবে বাস্তবে কাজে লাগিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্য সফল করতে সহায়তা করবে বলে আমি আশাবাদী।
সমাপনী অনুষ্ঠানে আলোচনা সভা শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
দুই দিনব্যাপী উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে উদ্বোধন করেন পল্লীশ্রী প্রোগ্রাম ম্যানেজার মোঃ সেলিম রেজা এবং সম্পূর্ণ অনুষ্ঠান সার্বিক পরিচালনায় ছিলেন প্রোগ্রাম অফিসার শাহেজাদী শিরীন।