র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি ১⁄২ সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৩,ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৩ মে ২০২১ সকালে দিনাজপুর জেলার খানসামা থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ৩০ কেজি ৫০০ গ্রাম গাজাঁ এবং মাদক পরিবহনে ব্যবহৃত সরকারি মনোগ্রামের স্টিকার বসানো (ঢাকা মেট্রো-খ ১১-৩১২৫) নম্বরের একটি প্রাইভেট কারসহ মাদক ব্যবসায়ী মোঃ সুজন (২৬) এবং গাজী সুজন (৩৭) উভয় জেলা-কুিমল্লাদের’কে গ্রেফতার করে।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা বেশ কিছু দিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। ধৃত আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার খানসামা থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করে আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।