দিনাজপুর খাদ্য শস্য আড়ৎদার মালিক গ্রুপের সভাপতি বাবু রনজিত বসাক, সাবেক সাধারণ সম্পাদক বাবু রক্তিম বসাক ও সদস্য বাবু রজত বসাক এর মাতা অঞ্জলি বসাক এর মৃত্যুতে (দিব্যান্ লোকান্ স্বঃ গচ্ছতু) গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন খাদ্য শস্য আড়ৎদার মালিক গ্রুপের নেতৃবৃন্দ।
দিনাজপুর খাদ্য শস্য আড়ৎদার মালিক গ্রুপের সভাপতি বাবু রনজিত বসাক, সাবেক সাধারণ সম্পাদক বাবু রক্তিম বসাক ও সদস্য বাবু রজত বসাক এর মাতা অঞ্জলি বসাক শহরস্থ বড়বন্দর, দিনাজপুর এ নিজ বাস ভবনে বার্ধক্য জনিত কারণে ২৪ জুলাই শনিবার সকাল ৮ঃ৩০ ঘটিকায় মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে দিনাজপুর খাদ্য শস্য আড়ৎদার মালিক গ্রæপ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। শোক বার্তায় খাদ্য শস্য আড়ৎদার মালিক গ্রুপের সাধারণ সম্পাদক প্রতাপ সাহা পানু অঞ্জলি বসাকের এর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
২৪ জুলাই শনিবার, দুপুর ১২.৩০ ঘটিকায় রানীগঞ্জ, বালাপাড়া শ্মশান ঘাটে মৃতের দাহকার্য্য সম্পন্ন করা হয়।