মো: মফিজুল ইসলাম, হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে বেকার যুবক-যুবতীদের ইন্টারনেটভিত্তিক আয়বর্ধনমূলক”ফ্রিল্যান্সিং”দুই দিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ আগষ্ট) সকাল ১০ টায় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী (জাইকা) এর উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন প্রধান অতিথি হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশীদ হারুন।এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুর- এ আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন উপস্থিত ছিলেন ।
প্রশিক্ষণ প্রদান করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার জান্নাতুল ফেরদৌস।
প্রশিক্ষণে শিক্ষিত বেকার যুবক-যুবতীদের ইন্টারনেট ব্যবহার মাধ্যমে আয়বর্ধনমূলক ফ্রিল্যান্সিং এর গুরুত্ব ও করনীয় বিষয়ে আলোচনা করা হয়। কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৫০ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহন করেন।