দিনাজপুর শহরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান চাউলিয়াপট্টি ও পাহাড়পুর মিলনালয় সমিতি-দিগন্ত শিল্পী গোষ্ঠী, হামিদুর রহমান পাঠাগারের নতুন আহবায়ক কমিটি গঠিত হয়েছে।
প্রতিষ্ঠানের আজীবন সাধারন সম্পাদক ফারুক গজনবীর ২৫ আগস্ট ২০২১ইং তারিখের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিষ্ঠানের ঐতিহ্য ধরে রাখতে এবং উন্নয়নের স্বার্থে ক্লাবের প্রবীন সদস্য এবং বিশিষ্ট সংগঠক সবার অতিপরিচিত মুখ এস.এম খালেকুজ্জামান রাজুকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন হয়। কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন সদস্য ফারুক গজনবী, মোঃ আব্দুর রাজ্জাক (কন্ঠশিল্পী), শাহ্ আলম শাহী (স্টাফ রিপোর্টার-চ্যানেল আই) ও মোঃ ইউসুফ আলী (ফটো সাংবাদিক)।
উপরোক্ত আহবায়ক কমিটি প্রতিষ্ঠানের স্বার্থে নতুনভাবে ও নতুন প্রক্রিয়ায় সদস্য গ্রহণের মাধ্যমে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনের যাবতীয় ব্যবস্থা গ্রহণ ও ক্ষমতায়নের দায়িত্ব পালন করবে। এতে আইনগত কোন জটিলতা ও প্রতিষ্ঠানের কোন সদস্যের কোন ধরনের আপত্তি গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। এছাড়াও পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন না হওয়া পর্যন্ত উপরোক্ত আহবায়ক কমিটি কার্যকরী কমিটি হিসেবে সর্বত্র বিবেচিত হবে।