দিনাজপুরের উপশহর খেরপট্টি বালু মাঠে উপশহর নতুন ৬ নম্বরের বাসি›ন্দা মরহুম বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম এর স্বরণে ফুটবল টুর্ণামেন্ট ২০২১ এর চুড়ান্ত খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
চুড়ান্ত খেলায় উপস্থিত হয়ে উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র ও ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আবু তৈয়ব আলী দুলাল।
২৪ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার বিকাল ৪ টায় বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট ২০২১ এর চুড়ান্ত খেলায় আমিন স্পোটস ১ গোল দিয়ে ফোর স্টার একাদশকে পরাজিত করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী আমিন স্পোটস এর হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়ার পূর্বে প্রধান অতিথি দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র ও ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আবু তৈয়ব আলী দুলাল বলেন খেলাধুলা আমাদের অধিকার। তবে এই অধিকার বিগত দেড় বছর আমাদের কাছ থেকে কেড়েঁ নিয়েছে কোভিড – ১৯ করোনা। করোনার অবসান কাটিয়ে আমরা ধীরে ধীরে মাঠে ফিরছি। হাসঁছে মাঠের ঘাস, হাসঁছে প্রকৃতি আমার বিশ^াস আমরা খুব অল্প সময়ের মধ্যে বিগত দিনগুলো ফিরে পাব। এই ৯ নং ওয়ার্ডের প্রত্যকটি মাঠে গোড়াবে বল,কড়োতালিতে হয়ে উঠবে মনমুদ্ধ। তবে অভিভাবকদের খেয়ার রাখতে হবে, মাদকের থাবায় যেন খেলোয়াররা হারিয়ে না যায়। মাদক দেশের শত্রু, জাতির শত্রু। তাই মাদককে না বলে, খেলাধুলায় অগ্রসর হতে হবে।
তিনি আরো বলেন, আমি এই টুনামেন্টের আহবায়ক, মোঃ আব্দুল আজিজ,সদস্য সচীব মোঃ সফিকুল ইসলাম কে ধন্যবাদ জানাই তারা সুন্দর একটি টুনামেন্ট উপহার দিয়েছে। এসময় উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ রেহাতুল ইসলাম খোকা, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক কালের কন্ঠ পত্রিকার দিনাজপুর প্রতিনিধি ও দৈনিক পত্রালাপের বার্তা সম্পাদক এমদাদুল হক মিলন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ¦ রশিদুল ইসলাম রতন, বাংলাদেশ জুয়েলারীর স্বাত্তাধীকারী আলহাজ¦ মোঃ গোলাম মোস্তফা মানিক, টুনামেন্টের আহবায়ক মোঃ আব্দুল আজিজ,সদস্য সচীব মোঃ সফিকুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য গত ৩ সেপ্টেম্বর ২০২১ বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট শুরু হয়েছিল। পুরস্কার বিতরনীর মধ্য দিয়ে টুনামেন্টটি সফলভাবে সমাপ্ত হয়েছে।