২৫ সেপ্টেম্বর শনিবার দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে কাব্য কথা পরিবারের আয়োজনে এবং দিনাজপুর প্রেসক্লাবের সাহিত্য পাঠগার বিভাগ এর সহযোগিতায় কবিতার ছোট কাগজ কাব্য কথা’র প্রথম বর্ষপূর্তি উৎসব উপলক্ষে প্রকাশনা উৎসব, কেক কেটে বর্ষপূর্তি পালন, আলোচনা সভা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়।
প্রথম পর্বে কাব্যকথা’র সম্পাদক নিরঞ্জন হিরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ্যাডঃ জাকিয়া তাবাসসুম জুঁই এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট কবি ও এ্যাডভোকেট মাজহারুল ইসলাম সরকার, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু, অধ্যাপক লাল মিয়া, অধ্যাপক জলিল আহমেদ।
শেষে কাব্যকথার দ্বিতীয় প্রকাশনার মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। দ্বিতীয় পর্বে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও নবরূপীর সাবেক সাধারন সম্পাদক মরহুম শাহজাহান শাহ্’র স্মরণে কাব্যকথার আরেকটি প্রকাশনা’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ বিশিষ্ট কবি সাহিত্যিক, গবেষক ড. মাসুদুল হক। প্রধান অতিথি এ্যাডঃ জাকিয়া তাবাসসুম জুঁই এমপি বলেন, মেধার স্বাধীনতা-কবিতায় স্বাধীনতা দিয়েছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনার। বৈশ্বিক মহামারী করোনার কারণে সাহিত্যাঙ্গন অচল হয়ে পরেছিল। সেই সাহিত্যকে সচল করতে কাব্যকথা’র উৎসব কবিদের হৃদয়ে নতুন করে প্রাণ সঞ্চার করবে।
দ্বিতীয় পর্বে দিনাজপুরের সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের পুরোধা শাহজাহান শাহ্’র স্মরণে প্রকাশিত কাব্যকথা’র আরেকটি বইয়ের মোড়ক উন্মোচন করতে গিয়ে প্রধান অতিথি বিশিষ্ট কবি সাহিত্যিক, গবেষক ড. মাসুদুল হক বলেন, দিনাজপুর তথা বাংলাদেশের আলোক পুরুষ, কিংবদন্তি নাট্যকার, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহজাহান শাহ্ সাহিত্য-নাটক চর্চার মাধ্যমে আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সাহিত্য ও পাঠাগার সম্পাদক কাশী কুমার দাস ঝন্টু। সঞ্চালকের দায়িত্ব পালন করেন কাব্যকথা সম্পাদনা পর্ষদের অন্যতম সদস্য কমল কুজুর।