মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ বিএসটিআই রংপুর বিভাগের উপ-পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ আব্দুর রশিদ দিনাজপুর পরিদর্শনে এলে দিনাজপুর বেকারি মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
২৫ সেপ্টেম্বর শনিবার দিনাজপুর জেলা বেকারী মালিক সমিতির মডার্ণ মোড়স্থ কার্যালয়ে উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএসটিআই এর পরিদর্শক ইঞ্জিনিয়ার মিঠুন কবিরাজ, দিনাজপুর জেলা বেকারি মালিক সমিতির সভাপতি মোঃ সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ শামীম শেখ, সহ-সভাপতি মিজানুর জামান (রবি), মোঃ দেলোয়ার হোসেন তুহিন, যুগ্ন সাধারন সম্পাদক জাহিদ, অঙ্কুর সরকার প্রমুখ।
উক্ত মতবিনিময় সভায় সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ আব্দুর রশিদ বলেন, এই জেলার সকল বেকারী মালিকগণকে তার প্রতিষ্ঠানের প্রতিটি দ্রব্য বিএসটিআই এর আওতায় শতভাগ অনুমোদনের লক্ষ্যে সকলকে সচেতন হতে হবে। তাদের প্রতিষ্ঠানের দ্রব্য বিএসটিআই এর শতভাগ অনুমোদনের কার্যক্রম দ্রুতভাবে সম্পাদন করে দ্রব্য বাজারজাত করতে হবে। এজন্য দ্রুতভাবে এ সকল কাজ সম্পাদন করতে সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন স্ব স্ব প্রতিষ্ঠানের মালিকগণকে অনুরোধ করা যাচ্ছে সেই সাথে দিনাজপুর জেলা বেকারী মালিক সমিতির নেতৃবৃন্দদের এ সকল কার্যক্রম পরিচালনার কাজে সহযোগিতা করার জন্য অনুরোধ করা যাচ্ছে।