
মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ ২৫ মে’২০২২ বুধবার বিকেল সাড়ে ৪টায় বোচাগঞ্জ ১ নং ইউনিয়নের নাফানগর এলাকায় আরডিআরএস বাংলাদেশ দিনাজপুর এর আয়োজনে জিংক সমৃদ্ধ বঙ্গবন্ধু ধান ১০০ প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জিংক সমৃদ্ধ বঙ্গবন্ধু ধান ১০০ প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর এর আঞ্চলিক পরিচালক কৃষিবিদ প্রদীপ কুমার গুহ।
মাঠ দিবসে নাফানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বোচাগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মাঃ মাইনুদ্দীন আহম্মেদ এর সভাপতিত্বে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম, বোচাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আলাউদ্দীন শেখ, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা এসএম আবু বকর সাইফুল ইসলাম, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ লিয়াকত আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা উমর ফারুক, আই.এফ.এস হারভেস্ট প্লাস বাংলাদেশ এর প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ মজিবর রহমান, প্রদর্শনী কৃষক মোঃ শাহজাহান আলী শাহীন, যুগ্ন সাধারন সম্পাদক শামীম আজাদ, বোচাগঞ্জ থানা আওয়ামীলীগেহর সাংগঠনিক সম্পাদক সুকুমার রায় প্রমূখ। এসকল অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন আইএফএস প্রকল্প আরডিআরএস বাংলাদেশ, রংপুর এর কৃষি কর্মকর্তা মোঃ শাহীনুর ইসলাম।