মোঃ নুর ইসলাম ॥ প্রধানমন্ত্রী প্রদত্ত ২০২০-২০২১ দিনাজপুর পৌরসভার ২য় পর্যায়ে ত্রাণ কর্মসূচীর আওতায় প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ তালিকাভুক্ত পরিবারের মাঝে ত্রাণের টাকা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত।
২৬ জুন শনিবার সকাল ১১টায় দিনাজপুর পৌরসভার ২০২০-২০২১ত্রাণ কর্মসূচীর আওতায় প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ তালিকাভুক্ত ৬শত পরিবারের মাঝে ৫০০ টাকা করে প্রাদান করা হয়। ক্ষতিগ্রস্থ তালিকাভুক্ত পরিবারের মাঝে ত্রাণের টাকা প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোদন করেন দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর শহর সমাজ সেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম, সদর উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আসাদুজ্জামান, প্যানেল মেয়র মোঃ আবু তৈয়ব আলী দুলাল, ২নং প্যানেল মেয়র একেএম মাসুদুল ইসলাম, ৩নং প্যানেল মেয়র মোছাঃ শাহিন সুলতানা বিউটি, পৌর কাউন্সিলর মোছাঃ হাসিনা বেগম, মাকসুদা পারভীন মিনা, মোছাঃ মাজতুরা বেগম, জুলফিকার আলী স্বপন, কাজী আশরাফ উজ্জামান বাবু, মোঃ আব্দুল্লাহ, মোঃ আব্দুল হানিফ, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ রেহাতুল ইসলাম, মোঃ মতিবুর রহমান বিপ্লব, মোঃ আল মামুন রশিদ, মোঃ সানোয়ার হোসেন সরকার, মুরাদ আহম্মেদ।
উল্লেখ্য দিনাজপুর পৌরসভার ২০২০-২০২১ ত্রাণ কর্মসূচীর আওতায় প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ তালিকাভুক্ত ৬শত পরিবারের মাঝে ৫০০ টাকা করে প্রাদান কার্যক্রমে প্রতিটি কাউন্সিলর তার নিজ এলাকার ৩০টি পরিবারের তালিকা অর্ন্তভুক্ত করেন এবং মেয়র ১২০টি পরিবারের তালিকা অর্ন্তভুক্ত করে ত্রাণের টাকা প্রদান করেন।