নুর ইসলাম ॥ ২৬ জুন শনিবার সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে কাহারোল উপজেলার সমাজ উন্নয়ন প্রশিক্ষন কেন্দ্র (এসইউপিকে) এর আয়োজনে এবং বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় কোভিড-১৯ এ কর্মহীন অসহায়, দরিদ্র মানুষ, প্রতিবন্ধী, আদিবাসী নারী-পুরুষদের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সমগ্রী বিতরণ করা হয়।
এসইউপিকে’র নির্বাহী পরিচালক মোঃ মোজাফ্ফর হোসেন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সমন্বয়কারী মোঃ খায়রুল আলম। কর্মহীন মানুষের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করতে গিয়ে এসইউপিকে’র নির্বাহী পরিচালক মোঃ মোজাফ্ফর হোসেন বলেন, বৈশ্বিক মহামারীর কারণে মানুষের কর্মকান্ড বন্ধ হয়ে গেছে। কর্মহীন মানুষেরা অসহায়ভাবে জীবন যাপন করছে। আদিবাসী নারী-পুরুষরা কাজ করতে না পেরে বাসায় বসে দিন কাটাচ্ছে। তাদের এসময় খাদ্য সহযোগিতা প্রদান করার উদ্দেশ্যে আমাদের এই উদ্যোগ। এছাড়া স্বাস্থ্য সুরক্ষার জন্য তাদের মাঝে মাস্ক, স্যানিটাইজার, ঔষধ বিতরণ করছি।