কোভিট -১৯ বৈশ্বিক মহামারিতে কর্মহীন মানুষদের মাঝে ঘাসিপাড়া জেলখানার পিছনে পত্রিকা অফিস প্রাঙ্গনে সাপ্তাহিক কৃষি ও আমিষ পত্রিকার দুঃস্থ ফান্ডের উদ্যেগে এবং সমাজের বিত্তশালীদের সহযোগিতায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
গতকাল সোমবার স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে সাপ্তাহিক কৃষি ও আমিষ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ নুরুজ্জামান (জামান) এর সভাপতিত্বে খাদ্য সামগী বিতরণ করেন সম্মানীত অতিথি দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিস এর সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, চেম্বারের পরিচালক জর্জিস আনম, আই এফ আই সি ব্যাংকের ব্যাবস্থাপক সাব্বির চেীধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাপ্তাহিক কৃষি ও আমিষ পত্রিকার বার্তা সম্পাদক মোঃ বেলাল হোসেন। প্রতিটি পরিবারকে চাল, ডাল, তেল, আলু, আটা ও লবণ বিতরণ করতে গিয়ে সন্মানিত অতিথিবৃন্দ বলেন, বৈশ্বিক মহামারিতে সারাবিশ্বের উন্নয়ন আজ বাধাগ্রস্থ হচ্ছে। কর্মহীন মানুষের কষ্ট দূর করতে সাপ্তাহিক কৃষি ও আমিষ পত্রিকার পক্ষ থেকে যে খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে আমরা তাদের সাধুবাদ জানাই। সরকারের পক্ষে একাই করোনা মোকাবেলা করা সম্ভব নয়। তাই সমাজের বিত্তশালী ব্যাক্তিদের সার্বিক সহযোগিতায় কর্মহীন মানুষের মুখে হাসি ফোটাতে এই ক্ষুদ্র পদক্ষেপ বলে আমরা মনে করি।