২৭ মে বৃহস্পতিবার নিমতলাস্থ রোটারী ক্লাব কার্যালয় প্রাঙ্গণে স্পন্দন-বি, অষ্টিন ইউএসএ, রোটারী ক্লাব অব দিনাজপুর ও রোটারী ক্লাব অব ঢাকার সহযোগিতায় করোনা কালীন সময় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্্সী বাচ্চু বলেন আর্ত-মানবতার কল্যানে রোটারী ক্লাব করোনাকালীন কর্মহীন মানুষের পাশে দাড়িয়েছে। এছাড়া ক্লাবের সদস্যরা তৃণমূল পর্যায় অসহায় মানুষের শিক্ষা-স্বাস্থ্য, প্রতিবন্ধী মানুষদের মাঝে হুইল চেয়ার বিতরণ কার্যক্রম দীর্ঘদিন ধরে বাস্তবায়ন করে যাচ্ছে। ঈদে গরীব অসহায় মানুষদের মাঝে সেমাই, চিনি ইত্যাদি উপহার হিসেবে বিতরণ করে আসছে। আরও বক্তব্য রাখেন লেফটেন্টট গভর্ণর রোটা: আব্দুস সালাম তুহিন, ক্লাব সেক্রেটারী মোঃ মনির হোসেন, রোটা: পিপি. রণজিৎ কুমার সিংহ ও এ্যাসিসটেন্ট গভর্ণর সৈয়দ আব্দুস সাত্তার। লেফটেন্টট গভর্ণর রোটা: আব্দুস সালাম তুহিন বলেন বৈষিক মহামারী করোনা সারা বিশ্বের মত বাংলাদেশের মানুষদের কর্মহীন করে ফেলেছে এবং দেশের সার্বিক উন্নয়ন স্তব্ধ করেছে। এ সময় রোটারী ক্লাব তাদের সহযোগিতা প্রদান করছে।