মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ দিনাজপুর শহরের মুন্সিপাড়াস্থ জুয়েল ট্রেডার্সের শো-রুমে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে হোন্ডার নতুন মডেলের ‘এক্স ব্লেড ডাবল ডিক্স এবিএস’ বাইকের যাত্রা শুরু হলো। এতে প্রধান অতিথি ছিলেন ইন্সটিটিউটশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. মতিউর রহমান।
২৭ সেপ্টেম্বর সোমবার হোন্ডার নতুন মডেলের ‘এক্স ব্লেড ডাবল ডিক্স এবিএস’ হোন্ডা মোটর সাইকেল-এর যাত্রা শুরু উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে জুয়েল ট্রেডার্স এর স্বত্বাধিকারী মো. জানে আলম জুয়েল বলেন, সাশ্রয়ী মূল্যে দৈনন্দিন জীবনে গতিশীলতা প্রদান করে মানুষের দৈনন্দিন জীবনকে সমৃদ্ধ করাই হোন্ডার মিশন এবং হোন্ডার পক্ষ থেকে জুয়েল টেডার্স এগিয়ে যাওয়ার এই যাত্রায় দিনাজপুরবাসীর পাশে আছে সবসময়ই। হোন্ডার সকল সেলস্, সার্ভিস এবং জেনুইন স্পেয়ার পার্টস দিয়ে দিনাজপুরের মানুষের সেবা করাই আমাদের লক্ষ্য। তিনি বলেন, নতুন প্রজন্মের বাইকারদের নতুন প্রযুক্তির প্রতি ভালবাসা, পথচলার নিরাপত্তা এবং সাশ্রয়ী মূল্যর সংযোজনে আজকে আমরা জুয়েল ট্রেডার্স থেকে উদ্বোধন করলাম হোন্ডা পরিবারের নতুন সদস্য ‘এক্স ব্লেড ডাবল ডিক্স এবিএস’। আশা করি পূর্বের সকল হোন্ডা মটর সাইকেলের মত ‘এক্স ব্লেড ডাবল ডিক্স এবিএস’ বাইকটিও দিনাজপুরবাসীর মনে জায়গা করে নিবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌরসভার প্যানেল মেয়র মো. আবু তৈয়ব আলী দুলাল ও ট্রাফিক ইনিস্পেক্টর মো. আবু রায়হান সিদ্দিকী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হোন্ডা প্রাইভেট লিমিটেডের রংপুর জোনের রিজিওনাল ম্যানেজার মো. আমানুল আরিফ, রিজিওনাল ম্যানেজার সার্ভিস মো. সাফিউদ্দিন, রংপুর জোনের ডিডি ইনচার্জ মো. মুশফিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সেলস্ ম্যানেজার ঝন্টু কুমার দত্ত ও সার্ভিস ম্যানেজার সুমন কুমার মিশ্র।