মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ আজ ২৭ সেপ্টেম্বর সোমবার বিশ্ব পর্যটন দিবস-২০২১। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। এ বছরের দিবসটির প্রতিপাদ্য “অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে পর্যটন।
দিবসটি উদযাপন উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশ পর্যটন কর্পোরেশন দিনাজপুর এর সহযোগিতায় একটি র্যালি বের হয়, র্যালি শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিম। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফুল ইসলাম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশন দিনাজপুরের ইউনিট ব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা সিনিয়র তথ্য অফিসার মোঃ সোহেল মিয়া, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার মিন আরা বেগম, ইউনিটি ফর এনজিও’স দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শাহ, ট্রাস্ট নিউজ ২৪ এর নির্বাহী সম্পাদক মোঃ নুর ইসলাম, সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক আহসানুজ্জামান চঞ্চল, তরুন সমাজকর্মী মুকিদ হায়দার শিপন, সারদেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মোসাদ্দেক হোসেন, তরুণ স্বেচ্ছাসেবী আফসানা আফরোজ ইমু প্রমূখ।
দিবসটির লক্ষ্য পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিসহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক উপযোগিতাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া।
জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) উদ্যোগে ১৯৮০ সাল থেকে ২৭ সেপ্টেম্বর দিবসটি পালন করা হয়।
প্রতিবছরের মতো এবারও বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডসহ বিভিন্ন পর্যটন সংস্থা দিবসটি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।