মোঃ নুর ইসলাম,দিনাজপুর ॥ পল্লীশ্রী’র নারীর ক্ষমতায়নের জন্য সুযোগ সৃষ্টি প্রকল্পের আয়োজনে এবং ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানির সহযোগিতায় দিনাজপুর সদরের ২ নং সুন্দরবন ইউপির আলাউদ্দিন শাহাপাড়া গ্রামের মাঠে ২৬ ডিসেম্বর রোববার আদর্শ গ্রাম বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী যুবলীগ দিনাজপুর সদর উপজেলার সহ-সভাপতি মোঃ তোহিদুল ইসলাম তোহিদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ২ নং সুন্দরবন ইউপি সদস্য মোছাঃ সোনিয়া খাতুন, এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আমিনুল ইসলাম, পল্লীশ্রী’র প্রোগ্রাম ফ্যাসিলিটেটর কাম কাউন্সিলর কৃষ্ণা দাস অত্র এলাকার বিপুল সংখ্যক নারী-পুরুষ ও শিশু কিশোর অংশগ্রহণ করে।
দুপুর ৩টায় উক্ত মাঠে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে ছিল নারীদের জন্য বাদ্যের তালে তালে চেয়ার এবং বালিশ খেলা। পুরুষদের জন্য বস্তা দৌড়, কিশোরীদের জন্য সুঁই-সুতা দৌড় এবং কিশোরদের জন্য ২০০ মিটার দৌড়। এসকল প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।