বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়-এর জন্মদিন উপলক্ষে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির সহযোগিতায় দিনাজপুর শহর ও সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ খাবার বিতরন করেছে।
২৮ জুলাই বুধবার দিনাজপুর শহর স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে শহরের উত্তর গোসাইপুর মহল্লায় অসহায় ও দরিদ্রদের মাঝে খাবার ও মাস্ক বিতরন করেন শহর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাকিবুল হাসান সবুজ ও সাধারন সম্পাদক মারুফ রাসেল।
এ দিকে দিনাজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে লকডাউনের কারনে করোনা ও অন্যান্য রোগীদের সাহায্যকারী স্বজনদের হোটেল রেস্তোরো বন্ধ থাকার কারনে খাওয়ার অসুবিধা দুরভিত করার জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্বজনদের মাঝে খাবার ও মাস্ক বিতরন করেন সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুস সালাম সরকার ও সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব। এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকলীগ নেতা রাইসুল ইসলাম প্রমুখ।
এ সময় পৃথক পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মিজবাহুর রহমান মিম, অরবিন্দ রায়, আহসান হাবিব, স্বেচ্ছাসেবকলীগ নেতা শহিদুল ইসলাম, সাদ্দাম, রনি, জনি প্রমুখ।