মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ জাতীয় মৎস সপ্তাহ-২০২১ উপলক্ষে দিনাজপুর জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে আজ শনিবার সকাল ১০টায় মৎস ভবনে সাংবাদিকবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মুকতাদির খান বলেন জেলায় মাছের চাহিদা পুরনে ও মৎস্য খাদ্যের গুনগত মান নিশ্চিত করতে প্রকল্প গ্রহন করা হবে। দিনাজপুরে মাছের ঘাটতি রয়েছে ৪ হাজার ৯৭৫ মেট্রিক টন। তিনি বলেন মাছ উৎপাদনে মৎস্য চাষীদের ভুর্তকী এবং প্রণোদনার ব্যবস্থা করলে মৎস্যচাষীরা আরো উৎসাহিত হবে। মাছ উৎপাদন বৃদ্ধি পাবে।
তিনি আরও জানান যে, জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপন উপলক্ষে জেলা মৎস্য দপ্তর দিনাজপুরের উদ্যোগে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে এ সকল কর্মসূচির মধ্যে রয়েছে দ্বিতীয় দিন রোববার ২৯ আগস্ট সফল মৎস্যচাষী, ব্যক্তি, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদানের মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠান। বেলা ১২ টায় মৎস্য পোনা অবমুক্তকরণ, বিকেল ৩ টায় মৎস্য সেক্টরের বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন। মৎস্য সপ্তাহের তৃতীয় দিন সোমবার ৩০ আগস্ট প্রান্তিক পর্যায়ে মৎস্য চাষী ও মৎস্যজীবীদের সাথে স্বাস্থ্য বিধি অনুসরণ পূর্বক মতবিনিময়। চতুর্থ দিন ৩১ আগষ্ট মঙ্গলবার মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়ন মাছ চাষিদের মাছ চাষ বিষয়ক পরামর্শ ও সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা। পঞ্চম দিন বুধবার ১ সেপ্টেম্বর মাছ চাষের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা মৎস্য সেক্টরের অগ্রগতির বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন। বৃহস্পতিবার ২ সেপ্টেম্বর প্রশিক্ষণ উপকরণ বিতরণ, এআইজিএ বিকল্প কর্মসংস্থানের উপকরণ, মৎস্যখাদ্য, চুন, সার, খৈল ইত্যাদি বিতরণ। শুক্রবার ৩ সেপ্টেম্বর ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে জেলা পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময় ও মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠান।