মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে জেলা তথ্য অফিস দিনাজপুর, গণযোগাযোগ অধিদপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে ২৮ সেপ্টেম্বর বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় মুক্তিযুদ্ধের গল্প শুনি অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
দুপুর ১ টায় দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের নিয়ে স্বাস্থ্যসুরক্ষা বিধি নিয়ম মেনে মুক্তিযুদ্ধের গল্প শুনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগ দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলু, দিনাজপুর অঞ্চলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফরহাদ আহমেদ।
অনুষ্ঠানে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ রাহিনুর ইসলাম এ সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর জেলা তথ্য অফিসার সিনিয়র তথ্য অফিসার মোঃ সোহেল মিয়া।
এস মুক্তিযুদ্ধের গল্প শুনি অনুষ্ঠানে দুই মুক্তিযোদ্ধা দিনাজপুরের মুক্তিুদ্ধের স্মরণীয ঘটনা শিক্ষার্থীদের উদ্দেশ্যে উত্থাপন করেন। বাংলাদেশ স্বাধীন এর পূর্বে দিনাজপুরের মুক্তিযোদ্ধাদের যুদ্ধ সম্পর্কিত বিভিন্ন ঘটনা শিক্ষার্থীদের সামনে নিজ মুখে বর্ণনা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ও মোসাদ্দেক হোসেন বাবলু।
জেলা তথ্য অফিসের আয়োজনে মুক্তিযোদ্ধাদের গল্প শুনি আলোচনার পূর্বে শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কিত চলচ্চিত্র প্রদর্শন করা হয় এবং উপস্থিত শিক্ষার্থীদের মাঝে মাক্স বিতরণ করা হয়।