জাতীয় ও দিনাজপুরের স্থানীয় বিভিন্ন পত্রিকায় মিথ্যা ভিত্তিহীন বানোয়াট ও বিভ্্রান্তিকর তথ্য দিয়ে সংবাদ সম্মেলনের প্রতিবাদ ও প্রশাসনের কাছে তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার এবং জীবনের নিরাপত্তা চাইলেন অসহায় বিধবা সাহানারা বেগম।২৮ অক্টোবর বৃহস্পতিবার সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে উত্তর বালুবাড়ি মহারাজা স্কুল মোড় নিবাসী মৃত ওয়াজেদ আলীর স্ত্রী মোছা: সাহানারা বেগমের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৬ শে অক্টোবর দিনাজপুরের স্থানীয় পত্রিকাসহ দেশের বিভিন্ন জাতীয় এবং অনলাইন পত্রিকায় “প্রশাসনের কাছে আমরা জমি ও জীবন বাঁচাতে সবধরনে সহযোগীতা চাই“ শিরোনামে প্রকাশিত সংবাদে আমাদের বিরুদ্ধে অন্যায়ভাবে সম্পূর্ন্ন মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করা হয়েছে,আমি এই সংবাদের তীব্র প্রতিবাদ করছি।
মুলত আজ এ কারণে আমি পাল্টা সংবাদ সম্মেলন করে সত্য তথ্য উপস্থাপনের মাধ্যমে প্রশাসনের কাছে ন্যায় বিচার ও জীবনের নিরাপত্তা চাই। লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, দিনাজপুর জেলাধীন শেখপুরা মৌজার জে.এল নং ৯৩‘র খতিয়ান নং এস.এ-২৭১, খারিজ-৭৯৬, আর.এস-৪৯৯, দাগ নং আরএস-২০৩, সিএস/এস, এ-৮৩, হিসাব নং ৫০১‘এর শুন্য দশমিক ৫ একর জমি (বসতভিটা) যাহা আমার ভোগদখলীয় নিজস্ব ক্রয়কৃত সম্পত্তি। স্থানীয় পৌরসভা কর্তৃক মনোনিত সার্ভেয়ারের মাধ্যমে কয়েকবার মাপযোগ করে নিয়ে নি:স্কনটক জমি হিসেবে যাহা আমি ও আমার পরিবার দীর্ঘদিন ধরেই ভোগদখল করে আসছি।
গত ১৫ অক্টোবর/২১ সকালে আমার নিজস্ব ওই জমিতে সীমানা প্রাচীর নির্মান কাজ শুরু করি। এসময় পূর্ব শত্রুতার জেরধরে একই এলাকার মৃত: আলাউদ্দীনের পুত্র দাদন ব্যবসায়ী মো: গোলাম রাব্বানী রানা ও তার স্ত্রী মোছা: ঝর্না বেগম, পুত্র শাওনসহ আরো অজ্ঞাতনামা সন্ত্রাসীরা লোহার রড,কোদাল ও লাঠিসোটাসহ আমার মিস্ত্রিীদের কাজে বাধা প্রদান করে এবং হত্যার হুমকি দিয়ে তাড়িয়ে দেয়। এসময় তারা চিতকার চেচামেচিতে অকথ্য ভাষায় আমাকে গালিগালাজ করতে থাকলে স্থানীয় প্রতিবেশীরা এগিয়ে এলে তারা আমাকে নিজ বাড়িতেই জবাই করে হত্যা এবং লাশপুতে ফেলার হুমকি প্রদান করে চলে যায়। ওই সময় তাদের সাথে প্রতিবাদ করলে খুন-খারাবিসহ আইন শৃংখলার অবনতি হতে পারে শংকায় আমি তখন কোনো কথাই বলিনি। আমি তাদের সাথে বিবাদে লিপ্ত না হয়ে এব্যাপারে পরবর্তীতে দিনাজপুর কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করেছি অথচ তারাই আমার ও আমার পরিবারের সদস্যদের বিরুদ্ধে পত্রিকায় মিথ্যা বানোয়াট মনগড়া তথ্য উপস্থাপন করে প্রশাসনের কাছে সহযোগীতা চেয়েছে। আমি প্রকৃত সত্য উদঘাটনের জন্য আইনশৃংখলা বাহিনীসহ প্রশাসনের কাছে তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার ও সহযোগীতা প্রত্যাশা করছি।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মো: আতিকুর রহমান,জাহানারা বেগম,পিয়াসা তাবাসসুম ও শরমিনা ইয়াসমিন প্রমুখ।