মোঃ নুর ইসলাম,দিনাজপুর ॥ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড দিনাজপুর এর নবাগত চেয়ারম্যান অধ্যাপক মো. কামরুল ইসলামকে সংবর্ধনা প্রদান করেছে দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ।
২৮ নভেম্বর রোববার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড দিনাজপুর এর চেয়ারম্যানের কার্যালয়ে শিক্ষা বোর্ডের নবাগত চেয়ারম্যান অধ্যাপক মোঃ কামরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি আলহাজ্ব মোঃ মাসুদ আলম ও সাধারণ সম্পাদক সৈয়দ মওদুদ-উল-করিম (বাবু)।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি তানজিমুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশিদদ, অর্থ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজার রহমান, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রফিক, সাবেক সাধারণ সম্পাদক মোঃ গোলাম রাব্বানীসহ শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের সদস্যবৃন্দ।