দিনাজপুরের মডেল প্রতিষ্ঠান সামাজিক অপরাধ প্রতিরোধ ও সমাজ কল্যাণ মুরব্বী সংস্থা (লাল ঘর) এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।
২৮ নভেম্বর রবিবার দিনাজপুর শহরের মদিনা মসজিদ মোড়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুরব্বী সংস্থা, লাল ঘর দিনাজপুরের সভাপতি আলহাজ্ব মাওঃ সোহরাব হোসাইন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফ্ফর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ শহর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রায়হান কবির সোহাগ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর এর ইন্সপেক্টর মোঃ লোকমান হোসেন, দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল, লালঘর সংস্থার প্রধান উপদেষ্টা এবং ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জুলফিকার আলী স্বপন, সাবেক কমিশনার হারুন-উর-রশিদ রাজা।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ সাদেক মিয়া, সাবেক সেক্রেটারী মোঃ মোফাজ্জল হোসেন, সহ-সাধারন সম্পাদক এস.এম পাপ্পু, প্রচার সম্পাদক তোফাজ্জল ইসলাম হিরা। সঞ্চালকের দায়িত্ব পালন করেন মুরব্বী সংস্থা, লালঘর এর সাধারন সম্পাদক মোঃ রমজান আলী।
বক্তারা বলেন, জনগণ ও পুলিশের সহযোগিতায় অপরাধমুক্ত সমাজ গড়া সম্ভব। পুলিশ বা আইন দিয়ে সমাজের অপরাধীদের প্রতিরোধ করা যাবে না। এর জন্য চাই এলাকাবাসীর সহযোগিতা এবং সামাজিক আন্দোলন। আপনার সন্তানকে রক্ষা করতে আপনার ভূমিকাই যথেষ্ট। তার সমন্ধে আপনাকে জানতে হবে। দিনাজপুর পৌরসভায় একটি মডেল প্রতিষ্ঠান হচ্ছে মুরব্বী ছাউনী লালঘর। সমাজের এবং এলাকার অন্যায় অত্যাচার , অপরাধ দুর করতে প্রতিটি মহল্লায় একটি করে মুরব্বী ছাউনী অথবা লালঘর স্থাপন করতে হবে।
উল্লেখ্য, দিনাজপুর শহরের মডেল প্রতিষ্ঠান মুরব্বী ছাউনী লালঘর সংস্থা এলাকার মুরব্বীরা হাতে লাঠি এবং বাঁশি বাঁজিয়ে সারা রাত জেগে পাহাড়া দেয়। যার ফলে এলাকায় অপরাধমূলক ঘটনা ঘটে না।