২৮ ডিসেম্বর মঙ্গলবার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের হাসপাতালের কনফারেন্স রুমে লাইট হাউস এর আয়োজনে এবং আইসিডিডিআরবি’র সহযোগিতায় এইচআইভি/এইডস প্রতিরোধে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ নাজমুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডাঃ আসিফ আহমেদ হাওলাদার, এমও ডাঃ শাহ মোঃ এজাজুল ইসলাম, অনুঘটক সংস্থার নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলাম বাবুল, কোতয়ালী থানার সাব-ইন্সপেক্টর সালাহউদ্দীন কাদের, কাউন্সিলর জুলফিকার আলী স্বপন।
প্রকল্প বিষয় নিয়ে বিস্তারিত পাওয়ার পয়েন্টের মাধ্যমে কার্যক্রম তুলে উপস্থাপনা করেন লাইট হাউসের সাব ডিআইসি ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম। মুক্ত আলোচনা করেন এ্যাডঃ ফারহিন ইতু, আপস সংস্থার প্রতিনিধি মোজাম্মেল হোসেন, ডাঃ আওলাদ হোসেন, প্রভাষক আতরোফী সুলতানা, হিজড়া সাথী সংগঠনের সভাপতি মোঃ ফিরোজ, ইমাম মাওঃ মোঃ জাকির হোসেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ নুরুল ইসলাম। সার্বিক দায়িত্ব পালন করেন লাইট হাউজের এফএসডাব্লিউ ইনচার্জ মোছাঃ ঝুনু আক্তার ঝুনু।
আয়োজকরা জানান, বিশ্বে এইচআইভি পজেটিভের সংখ্যা ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত ৩ কোটি ৭৭ লক্ষ। ২০২০ সালে এইচআইভি/এইডস এ সংক্রমিত হয়েছেন ১৫ লক্ষ এবং ২০২০ সালে মারা গেছেন ৬ লাখ ৮০০ জন। বক্তারা বলেন, প্রতিবেশী দেশগুলোর কারণে এইচআইভি ও এইডস এর আধিক্য আমাদের অত্যন্ত ঝুঁকির মধ্যে রেখেছে। এরই ধারাবাহিকতায় দেশে প্রতি বছর এইচআইভি ও এইডস রোগীর সংখ্যা বেড়েই চলছে। এ রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে জিও-এনজিও প্রতিনিধিসহ সকলে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।