ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার জাবরহাট এলাকায় গত ১৯ জুলাই’২০২১ রাত্রী অনুমান ১২২০ ঘটিকার সময় স্থানীয় বিকাশ ব্যবসায়ী ইসহাক আলী (৩৮) তার নিজ দোকান হতে মোটরসাইকেল যোগে বাড়ী যাওয়ার পথে অজ্ঞাত কয়েকজন লোক তার চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে তার পথ রোধ করে গলা কেটে হত্যা করে।
এই হত্যাকান্ডের প্রেক্ষিতে ভিকটিমের বড় ভাই বাদী হয়ে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। উক্ত ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও গনমাধ্যমে প্রচারিত হলে এলাকায় ব্যাপক চাঞ্চ্যলের সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে, র্যাব-১৩ উক্ত ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৮ জুলাই ২০২১ খ্রিঃ রাতে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন খানপুর এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর ইসহাক আলী (৩৮) এর হত্যা মামলার সনাক্তকৃত আসামী ১। মোঃ আরিফুল ইসলাম (৩২), সাং-দক্ষিণ মাধবপুর, ২। মোঃ মেজবাউল ইসলাম (১৮), সাং-বিশ মাইল চন্দরিয়া, উভয় থানা-পীরগঞ্জ, জেলা-ঠাকুরগাঁও’কে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামীরা হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে। ভিকটিমের কাছে থাকা দুই লক্ষ টাকা ছিনিয়ে নেওয়ার জন্যই তারা এই হত্যাকান্ডটি করে বলে স্বীকার করেছে।
উল্লেখ্য যে, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।