মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশক্রমে দেশব্যাপী করোনাভাইরাস প্রতিরোধে প্রচারণার অংশহিসেবে ২৯ সেপ্টেম্বর দিনাজপুর আনসার ও ভিডিপির উদ্যোগে সদর উপজেলার ১০টি ইউনিয়ন এবং দিনাজপুর শহরের বিভিন্ন এলাকায় করোনাভাইরাস প্রতিরোধের প্রচারণা পত্র বিতরণ করেন জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোঃ হাচান আলী। এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আবু সাঈদ, প্রশিক্ষক মর্জিনা বেগম, পলাশ মিয়া সহ আনসার ভিডিপির বিভিন্ন ইউনিয়ন দলনেতা।
করোনা ভাইরাস প্রতিরোধের প্রচারণা পত্র বিতরণ কালে জেলা কমান্ড্যান্ট বলেন আমরা এই প্রচারণা পত্র শুধু হাতে নিয়ে রেখে দিলে হবেনা প্রচারণা পত্রের নির্দেশনা সকলকে মানা একন্তই প্রয়োজন। নিজে সুস্থ থাকুন পরিবারকে সুস্থ থাকার জন্য সকলকে উদ্বুদ্ধ করুন, নিজে সচেতন হোন এবং অপরকে সচেতনতা বৃদ্ধির জন্য এই প্রচারণা পত্রের নির্দেশনাগুলো প্রকাশ করুন সেই সাথে তিনি আরোও বলেন, পথেঘাটে চলাফেরা বিভিন্ন যানবাহনে যাতায়াত এবং নিজস্ব কর্মস্থলে কাজ করার সময় অবশ্যই সবাই মাক্স পরিধান করবেন।