“বাংলাদেশ মহিলা পরিষদের ৫০ বছরঃ সংগঠন বিস্তৃত ও সংহত করে বৃহত্তর নারী আন্দোলন গড়ে তুলি ” এই শ্লোনকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ, দিনাজপুর জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৯ সেপ্টেম্বর শুক্রবার শহরের উৎসব কমিউনিটি সেন্টারে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে প্রশিক্ষণে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ, দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মিনতি ঘোষ।
প্রশিক্ষণের শুরুতে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদ, দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ড. মারুফা বেগম । তিনি বলেন, নারীকে মানুষ হিসেবে স্বীকৃতি দিতে হলে, নারীকে দক্ষ, শিক্ষিত ও সচেতন হতে হবে। দেশ ব্যাপী নারী নির্যাতন, ধর্ষন, হত্যার মত জঘন্য কার্যকলাপ বন্ধ করার জন্য এবং নারীর অধিকার রক্ষার জন্য আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। সংগঠনের শক্তিকে দৃঢ় করতে হলে সংগঠকদের পেশাদারী দক্ষতা বৃদ্ধি, ঘোষণাপত্র ও গঠনতন্ত্রের আলোকে কাজ করতে হবে। সংগঠনের কাজ সুষ্ঠু ও সঠিকভাবে পরিচালনা করতে হলে একজন দক্ষ কর্মীর প্রয়োজন আর দক্ষতা অর্জনে প্রশিক্ষণের বিকল্প নেই।
সহ-সাধারণ সম্পাদক মনোয়ারা সানু বলেন, মহিলা পরিষদকে আরো শক্তিশালী ও সক্রিয় করতে হলে প্রতিটি কর্মীকে দক্ষ ও যোগ্য হয়ে গড়ে উঠতে হবে। এক্ষেত্রে শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে কর্মীদের সংগঠক হিসেবে গড়ে তুলতে হবে।
মহিলা পরিষদ, দিনাজপুর জেলা শাখার সভাপতি কানিজ রহমান বলেন, প্রতিটি সংগঠক একটি সংগঠনকে সক্রিয় রাখতে পারে । তরুণ নেতৃত্বকে এগিয়ে আসতে হবে। সবার সহযোগিতার মাধ্যমে সকল কর্মসূচী বাস্তবায়ন ও নারী অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা রাখার জন্য আহ্বান জানান। এরপর “ঘোষনাপত্র ও গঠনতন্ত্র”এ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন মহিলা পরিষদ, দিনাজপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রুবিনা আকতার।
এবং”সংগঠনের বাস্তব কাজের ধারা”এ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন মহিলা পরিষদ, দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ড. মারুফা বেগম।
প্রশিক্ষনার্থীরা স্বত:ষ্ফুর্ত ভাবে প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন এবং পুনরায় এ রকম প্রশিক্ষণে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেন। উক্ত সভায় উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক রতœা মিত্র, লিগ্যাল এইড সম্পাদক জিন্নুরাইন পারু, আন্দোলন সম্পাদক গৌরী চক্রবর্তী, প্রচার সম্পাদক জেসমিন আরা, সদস্য নাজমা বেগম, রেহেনা বেগম, শিবানী উড়াও ও পাড়া কমিটির তরুনীরা। অনুষ্ঠান পরিচালনা করেন সহ-সাধারণ সম্পাদক মনোয়ারা সানু।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্টনিউজ২৪