মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ ২৯ নভেম্বর সোমবার ২০২১ ইং দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথ বাক্য পাঠ করান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড দিনাজপুরের নবাগত চেয়ারম্যান অধ্যাপক মোঃ কামরুল ইসলাম ।
এসময় উপস্থিত ছিলেন ২০২১-২০২২ দ্বী-বার্ষিক নির্বাচন এর প্রধান নির্বাচন কমিশনার ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো হারুনুর-অর রশীদ মন্ডল, সহকারী নির্বাচন কমিশনার উপ সচিব মোঃ আব্দুর রাজ্জাক, সহকারি কলেজ পরিদর্শক মোঃ আব্দুল মান্নান, কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ ফারাজ উদ্দীন তালুকদার, বিদ্যালয় পরিদর্শক আবু হেনা মোস্তফা কামাল, উপ বিদ্যালয় পরিদর্শক মোঃ মাহমুদুর রহমান, সহকারী সচিব মোঃ ইব্রাহীম আজাদ, সহকারী সচিব লাবণ্য প্রভা, সহকারী বিদ্যালয় পরিদর্শক মোঃ ফয়জুল ইসলাম (আনিস), সহকারী বিদ্যালয় পরিদর্শক মোঃ আবেদ আলী, পিএসটু চেয়ারম্যান মোঃ নাসিমুজ্জামান প্রমূখ। এছাড়াও কর্মচারিদের মধ্যে উপস্থিত ছিলেন মোতাহার, বকুল, আলমগীর, শাওন, মোস্তফা কামাল, তরিকুল, বেলাল, সবুর, লিপি, জুই, হারুন, হায়দার,আকবর সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য যে গত ১১ নভেম্বর ২০২১ইং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড কার্যালয়ের উৎসবমুখর পরিবেশে ১০০ জন ভোটার নিয়ে সুস্ঠভাবে অনুষ্ঠিত হয়েছে দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের ২০২১-২০২২ দ্বি-বার্ষিক নির্বাচন। উক্ত নির্বাচনের বিজয়ী নবনির্বাচিত সদস্যরা হলেন সভাপতি আলহাজ্ব মোঃ মাসুদ আলম, সহ-সভাপতি তানজিমুল ইসলাম(জুয়েল), সাধারণ সম্পাদক সৈয়দ মওদুদ-উল- করিম, সহ-সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশিদ, অর্থ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজার রহমান(রাজু), ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রফিক।
শপথগ্রহণ শেষে দিনাজপুর শিক্ষা বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক মোঃ কামরুল ইসলাম নব-নির্বাচিত দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের নির্বাচিত সকল সদস্যদের ফুলেল শুভেচ্ছা প্রদানের মাধ্যমে বরণ করেন।