মোরশেদ-উল-আলম, চিরিরবন্দর প্রতিনিধি ঃ করোনা দূর্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে চিরিরবন্দরে মোটর পরিবহন শ্রমিক, অটোরিক্সা, ভ্যানচালক, কুলি, সংগীত শিল্পী, কর্মহীন, দিনমজুর, গরীব, এতিম, দুঃস্থ ও অসহায় ব্যাক্তিদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার (খাদ্য সহায়তা) সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত ২৯ জুলাই বুধবার বিকেল ৫ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে চিরিরবন্দর মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকা।
এসময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ আহসানুল হক মুকুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনোয়ারুল ইসলাম, আব্দুলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল আলিম সরকার, সাধারণ সম্পাদক মোঃ মোখলেছুর রহমান, চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম প্রমূখ উপস্থিত ছিলেন। ত্রাণ বিতরণকালে ৫০০ জন ব্যাক্তিকে চাল, ডাল, আটা, তেল, চিনি, লবণ, সাবান, শ্যাম্পুসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি প্রদান করা হয়।