মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ জাতীয় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির আওতায় ৩০ সেপ্টেম্বর দিনাজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে জুবিলী উচ্চ বিদ্যালয়ের হল রুমে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি অনুষ্ঠিত হয়েছে।
এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফুল ইসলাম। মুক্তিযুদ্ধের গল্প উপস্থাপন করেন সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযুদ্ধা সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু, দিনাজপুর অঞ্চলের সাবেক গ্রুপ কমান্ডার বীর মুক্তিযুদ্ধা মোঃ ফরহাদ হোসেন।
উক্ত অনুষ্ঠানে জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুনু বিশ্বাস এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোঃ সোহেল মিয়া, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলার ৪নং শেখপুরা ইউপি চেয়ারম্যান মোঃ মোমিনুল ইসলাম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মিরাজুল ইসলাম, জুবিলী উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুদ্দিন আখতার, সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার নির্মল চন্দ্র রায়, জুবিলী উচ্চ বিদ্যালয়ের বিদ্যেৎসাহী সদস্য এবং শহর আওয়ামীলীগের সহ-সভাপতি দেবাশীষ ভট্টাচার্য্য, ম্যানেজিং কমিটির সদস্য মিহির কুমার ঘোষ, বিনু বসাক প্রমূখ।
সকল অনুষ্ঠান পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আকরাম হোসেন বাবলু।
আলোচক মুক্তিযোদ্ধারা দিনাজপুর অঞ্চলের মুক্তিযুদ্ধের স্মরণীয় ঘটনা শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপস্থাপন করেন । তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমাদের দেশ স্বাধীনের জন্য বিশেষ করে আমাদেরকে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশাজীবীর জনগণের সহযোগিতা ছিল অপরিসীম নৃ-গোষ্ঠী ও আদিবাসী সম্প্রদায়ের লোকজন দেশ স্বাধীনের সময় তাদের ব্যাপক ভূমিকা ছিল। মুক্তিযুদ্ধের ঘটনা গুলো উপলব্ধি করে দেশের মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর সম্মান প্রদর্শন করে দেশকে ভালোবাসার অঙ্গীকার ব্যক্ত করেন।