
দিনাজপুরের ২টি প্রেসক্লাবের মধ্যে কালিতাল প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য সহ অন্যান্য সাংবাদিকদের সাথে মতবিনিময় এবং নিমতলা প্রেসক্লাবের শুধুমাত্র নির্বাহী কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(হাবিপ্রবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামান।
গতকাল ২৯ সেপ্টেম্বর এবং আজ ৩০ সেপ্টেম্বর বিকাল ৪ টায় হাবিপ্রবির ভিআইপি কনফারেন্স রুমে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ, প্রক্টর প্রফেসর ড. মামুনুর রশিদসহ অন্যান্যরা। মতবিনিময় সভা পরিচালনা করেন জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক প্রফেসর ড. শ্রীপতি সিকদার।
সভায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামান সাংবাদিকবৃন্দের কথা মনযোগ দিয়ে শোনেন এবং বিশ্ববিদ্যালয় সুষ্ঠুভাবে পরিচালনার ও উন্নয়নের স্বার্থে তাদের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন এই প্রতিষ্ঠান আপনাদের আমাদের সকলের। তাই হাবিপ্রবির উন্নয়ন ও সুনাম রক্ষার ক্ষেত্রে আপনাদের অনেক কিছু করার আছে। আশা করি নিজ নিজ অবস্থান থেকে আপনারা সেটি করবেন।