মো: মফিজুল ইসলাম, হিলি প্রতিনিধি ॥ মুজিববর্ষে পুলিশ নীতি,জনসেবা আর সম্প্রীতি এই প্রতিবাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুরে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ১০ টায় হাকিমপুর থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ খায়রুল বাশার শামীমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন।
অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার শরীফ আল রাজীব,তদন্ত ওসি মোস্তাফিজুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন মল্লিক প্রতাব,হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমমান মিলন ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলুসহ অনেকে।