জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বাংলাদেশকে বিস্ময়কর উন্নয়নের রোল মডেলে পরিণত করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, আর্থ-সামাজিকসহ সকল ক্ষেত্রে উন্নত হয়েছে। ‘প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। দেশের মানুষের ভাগ্য পরিবর্তন ও দেশের উন্নয়নে কোনো অপশক্তিই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দমাতে পারবে না। বঙ্গবন্ধু ও বাংলাদেশ যেমন একসূত্রে গাঁথা তেমনি বাংলাদেশের উন্নয়ন ও শেখ হাসিনা এখন সমার্থক।’
দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের শহীদ ডাঃ আব্দুল জব্বার মিলনায়তন কনফারেন্স রুমে হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন। এর আগে হাসপাতালে নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ নিশ্চিত করন নিমিত্তে নতুন জেনারেটর-এর উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফুল ইসলাম, দিনাজপুর সিভিল সার্জন ডাঃ আব্দুল কুদ্দুস, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ নজমুল ইসলাম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোঃ আবু বক্কর সিদ্দিক, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ পারভেজ সোহেল রানা,শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস এম খালেকুজ্জামান রাজু, সাবেক কাউন্সিলর জিয়াউর রহমান নওশাদ, কোতয়ালী অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন প্রমুখ।
একই দিন দিনাজপুর প্রেসক্লাবের এম আব্দুর রহিম মিলনায়তনে প্রেসক্লাবের আয়োজনে বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সাংবাদিক মাহমুদ আখতার বুলু’র জীবন কর্ম নিয়ে কবি ও গবেষক চাষা হাবিব রচিত বইয়ের মোড়ক উম্মোচন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
এ সময় হুইপ বলেন, আমাদের প্রজন্মদের মোবাইলের নেশা থেকে সরিয়ে বই পড়া নেশায় আসক্ত করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে কবি ও লেখকদের যথেষ্ঠ অবদান রয়েছে।
দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সুব্রত মজুমদার ডলারের সঞ্চালনে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ত ঘোষ, দিনাজপুর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ মোঃ মোজাম্মেল বিশ্বাস, বীরগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ড. মাসুদুল হক, দিনাজপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক লাল মিয়া, বইয়ের লেখক চাষা হাবিব, কবি ও সাংবাদিক কাশী কুমার ঝন্টু, কবি ও নাট্য কর্মী ওয়াসিম আহমেদ শান্ত প্রমুখ।