দিনাজপুর সদর উপজেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
৩১ মে সোমবার সকালে দিনাজপুর জেলা স্টেডিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জাতীয় ফুটবল প্রতিযোগিতা (অনুর্ধ-১৭) সদর উপজেলা পর্যায় এর উদ্বোধন করেন প্রধান অতিথি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএইচএম মাগ্ফুরুল হাসান আব্বাসী এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মামুন হাসান চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মিরাজুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু ইবনে রজব প্রমুখ। এছাড়াও খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন রেফারি ওবায়দুর রহমান, মতাহার উল আলম, ফয়জার রহমান, বিপ্লব তপ্ন, সুজিত রায়, ডালিম কুমার। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেন দিনাজপুর ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তা মো. ফিরোজ আহমেদ।
ফেস্টুনসহ বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধনের আগে খেলোয়াড়দের সাথে পরিচিত হোন অতিথিবৃন্দ। উদ্বোধনী খেলায় অংশ নেয় সদর উপজেলার ৫নং শশরা ইউনিয়ন ও ২নং সুন্দরবন ইউনিয়ন দলের খেলোয়াড়রা।
প্রসঙ্গত, সদর উপজেলার ১০টি ইউনিয়ন দলের অংশগ্রহনে সদর উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়।