মোঃ নুর ইসলাম \ ঈদ-উল-আযহা পরবর্তী দ্বিতীয় দাপে করোনা মোকাবেলায় নিয়মিত টহল পরিচালনার পাশাপাশি দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় কর্মহীন, দিনমজুর, গরীব, এতিম, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ৬ পদাতিক ডিভিশনের মানবিক সহায়তা প্রদান অব্যাহত রয়েছে। ৩১ জুলাই ২০২১ ইং মেজর জেনারেল এস এম কামরুল হাসান, এনডিসি, এইচডিএমসি, পিএসসি, জিওসি, ১৬ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার, রংপুর এরিয়া এর তত্বাবধানে সেনাবাহিনীর প্রধান এর নির্দেশে করোনা সহায়তার অংশ হিসেবে দিনাজপুর জেলার সদর উপজেলায় দিনাজপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে কর্মহীন ও দুঃস্থ অসহায়দেও মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল, ডাল, তেল, চিনি, সাবান ও খাবার স্যালাইনসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি প্রদান করেন ১৬ পদাতিক ব্রিগেড এর অধিনস্থ ১৬ বীর (রিয়ার) এর অধিনায়ক মেজর আব্দুল্লাহ-আল-ইমরান, পিএসসি। দেশের করোনা পরিস্থিতির উন্নত না হওয়া পর্যন্ত ১৬ পদাতিক ডিভিশন কর্তৃক কর্মহীন, দিনমজুর, গরীব, এতিম, অসহায় ও দুস্থ মানুষের মাঝে গত ৬ জুলাই ২০২১ ইং তারিখ হতে শুরু হওয়া এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে মেজর আব্দুল্লাহ-আল-ইমরান জানান।