মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ ৯ জুন বুধবার দিনাজপুর পর্যটন মোটেলের কনফারেন্স রুমে ট্রাস্ট নিউজ ২৪ এর আয়োজনে সংবাদ কর্মীদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র মোঃ আবু তৈয়ব আলী দুলাল, বিশিষ্ট উদ্যোক্তা ও সমাজ সেবক পাটোয়ারী বিজনেস হাউস প্রাঃ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক শহিদুর রহমান পাটোয়ারী মোহন, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্ট নিউজ ২৪ এর প্রকাশক ও সম্পাদক এস.এম রাফায়েত হোসেন রাফু।
ট্রাস্ট নিউজ ২৪ নির্বাহী সম্পাদক মোঃ নুর ইসলাম এর সঞ্চালনায় আমন্ত্রিত অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সম্পাদক মন্ডলীর সভাপতি মোঃ আরিফুল ইসলাম আরিফ, উপসম্পাদক মোঃ মকিদ হায়দার শিপন, বিশিষ্ট তরুন সমাজসেবক মোঃ আহসানুজ্জামান চঞ্চল প্রমূখ।
মত বিনিময়ে হিলি স্থল বন্দর এলাকার সংবাদদাতা মোঃ মফিজুল ইসলাম, বীরগঞ্জের মোঃ নাজমুল, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সংবাদদাতা মোঃ মাসুদ রানা, দিনাজপুর জেলা শহরের অন্যান্য সাংবাদিকদের মধ্যে মোঃ ইউসুফ আলী, জিন্নাত হোসেন, আব্দুর রাজ্জাক, মোঃ মাহবুবুল হক খান, মিজানুর রহমান প্রমূখ।
মতবিনিময় সভায় সাংবাদিকদের উদ্দেশ্যে দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু তার বক্তব্যে বলেন, এই অনলাইন পত্রিকার মাধ্যমে দিনাজপুরে সাংবাদিকদের লেখনী ও ভাষার দ্বারা দেশের উন্নয়ন এবং সমাজের বিভিন্ন সামাজিক কার্যক্রম এর বিষয় গুলো তুলে ধরে সংবাদ কর্মীদের কাজের গতি বেগ বাড়িয়ে দিবে বলে আমি বিশ্বাস করি।
তিনি আরোও বলেন, এই পত্রিকার সম্পাদক এস.এম রাফায়েত হোসেন রাফু একজন তরুণ উদ্যোক্তা এবং অনলাইন জগতের একজন দক্ষ কারিগর, তার এই দক্ষ কারিগরির দক্ষতায় এই পত্রিকার সাথে সম্পৃক্ত সাংবাদিকদের সুদক্ষ হিসেবে গড়ে তুলবে বলে আমি দৃঢ় বিশ্বাস করি, তিনি একজন সফটওয়্যার প্রস্তুতকারক যে সফটওয়্যার এর মাধ্যমে আমরা কম্পিউটারের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকি আর এই কম্পিউটারের মাধ্যমে আমরা অনলাইন পত্রিকা প্রকাশিত করে থাকি, সেই সফটওয়্যার নির্মাতা নেতৃত্বে একদল তরুণ সাংবাদিকদের নিয়ে সামনের পথগুলো সুন্দরভাবে পাড়ি দিবে বলে আমি আশাবাদী।
সর্বশেষে তিনি পত্রিকার সাথে সম্পৃক্ত সকল সাংবাদিকগণ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এই অনলাইন পত্রিকাটি’র সুনাম অর্জন বয়ে আনার অঙ্গিকার ব্যাক্ত করেন।