মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জেলা আনসার ও ভিডিপির উদ্যোগে অর্ধশতাধিক জাতীয় পতাকা হাতে নিয়ে বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ।
১ ডিসেম্বর’২০২১ইং বুধবার মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মহাপরিচালকের নির্দেশনায় এবং দিনাজপুর জেলা আনসার ও ভিডিপি কার্যালয় জেলা কমান্ড্যান্ট মোঃ হাছান আলী-এর নেতৃত্বে জাতীয় অর্ধশতাধিক পতাকা হাতে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা সড়ক প্রদক্ষিণ করে।
উক্ত শোভায়যাত্রায় অংশগ্রহণ করেন আনসার ও ভিডিপি সদর উপজেলা অফিসার মোঃ আব্দুর রউফ, সদর উপজেলা প্রশিক্ষক মর্জিনা বেগম, পলাশ মিয়া সহ সকল পদবীর কর্মকর্তা-কর্মচারী, ব্যাটালিয়ন আনসার, সাধারন আনসার, ইউনিয়ন/ ওয়ার্ড দলনেতা-দলনেত্রী ও প্রশিক্ষণার্থীগণ।
উল্লেখ্য যে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যথাযথ মর্যাদা উদযাপনের লক্ষ্যে সারাদেশে একসাথে একযোগে সকাল ১০টায় প্রতিটি জেলা শহরের জেলা আনসার ও ভিডিপি’র উদ্যোগে জাতীয় পতাকা হাতে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা সড়ক প্রদক্ষিণ করে।