
আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকারকে নির্মমভাবে হত্যা, নড়াইলে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে ঘৃন্যতমভাবে নির্যাতনের প্রতিবাদে ও জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়কে সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুর মানববন্ধন কর্মসূচী পালন করে।
সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুরের সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চুর সভাপতিত্বে সুচনা বক্তব্য রাখেন সাধারন সম্পাদক রহমতউল্লাহ রহমত। মানববন্ধনে বক্তব্য রাখেন উদীচী জেলা সংসদের সভাপতি অধ্যক্ষ হাবিবুল ইসলাম বাবুল, নবরূপীর সাধারন সম্পাদক একেএম মেহেরুলআহ বাদল, নাট্য সম্পাদক শামীম রাজা, নাট্য সমিতির সহ-সভাপতি শহিদুল ইসলাম শহিদুল্লাহ, বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, পল্লীশ্রীর রওনক আরা নিপা, দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, আদর্শ কলেজের অধ্যক্ষ ড. টিটো রেজওয়ান, শিল্পী কল্যাণ পরিষদের সভাপতি হাসান আলী শাহ, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ দিনাজপুর শাখার সাধারন সম্পাদক প্রদীপ ঘোষ, সুইহারী সংগীত নিকেতনের পরিচালক সনদ চক্রবর্তী লিটু, অধ্যাপক জলিল আহমেদ, দিনাজপুর মহিলা পরিষদের সভাপতি কানিজ রহমান, বৈকালী নাট্যগোষ্ঠীর সাধারন সম্পাদক কাশী কুমার দাস, নৃত্য বিতানের পরিচালক পল্লব সরকার, পাতা সাহিত্য সাংস্কৃতিক পরিবার এর সভাপতি ওয়াসিম আহমেদ শান্ত ও কবিতা পাঠ করেন কবি বাসু চন্দ্র শীল। বক্তারা বলেন, সাভারের আসুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকারকে ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে নির্মমভাবে হত্যা ও নড়াইলে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে ঘৃন্যতমভাবে জুতার মালা পড়িয়ে যে নির্যাতন করা হয়েছে তার প্রতিবাদ করতে এবং জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে আজ আমরা মানববন্ধন করছি। শিক্ষকরা হচ্ছেন জাতির মেরুদন্ড। অথচ তাদেরকে বিভিন্নভাবে হত্যা, লাঞ্ছিত করা হচ্ছে।