
মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ ২ জানুয়ারি রোববার বড়কুল শিশু পার্ক সংলগ্ন কার্যালয়ে বড়পুল (শিশুপার্ক) পিক-আপ শ্রমকল্যাণ উপ-কমিটির কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা ট্রাক ট্যাংলরী ও কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আলতাফ হোসেন। অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন জেলার ট্রাক ট্যাংলরী কাভার্ডভ্যান ও ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সাদাকাতুল বারী, জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে, বডপুল (শিশু পার্ক) পিক-আপ শ্রম কল্যাণ উপকমিটির আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৬ ডিসেম্বর ২০২১ তারিখে উপ কমিটির অনুমোদন প্রদান করা হয়। অনুমোদিত কমিটিতে মোট ৯জন সদস্য ও ৯জন উপদেষ্টা নিয়ে উপ কমিটির অনুমোদন প্রদান করা হয়।
অনুমোদিত উপ কমিটির মধ্যে যথাক্রমে সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি মোঃ আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ হাসানুল ইকবাল শান্ত, সহ-সম্পাদক মোঃ আলাউর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম রেজা, অর্থ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ মুরসালিন হক সেতু, সড়ক সম্পাদক মোঃ আমিনুল হক, প্রচার সম্পাদক মোঃ শরিফুল হাসান। উক্ত কমিটির উপদেষ্টা মন্ডলীর মধ্যে রয়েছেন দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, পৌরসভার প্যানেল মেয়র ও ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবু তৈয়ব আলী দুলাল, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সানোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ সাইফুল ইসলাম, টেক্সটাইল ইনস্টিটিউট এর ইন্সপেক্টর মোঃ রেজাওয়ানুল মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আবু শাহীন শেখ, মোঃ জুলফিকার রহমান বাবু , আঞ্জুমান আল বাইয়্যিনাত জেলা কার্যালয়ের পরিচালক শেখ মহসীন আলী সুমন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আবু সাঈদ ফজলে রাব্বী মজুমদার।