মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ ২ ডিসেম্বর’ ২০২১ ইং বৃহস্পতিবার দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনস্থ ২০২১ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষায় ২০৩ টি কেন্দ্রে ১ লক্ষ্য ১৫ হাজার ৭৯৫ জন পরীক্ষার্থী। এর মধ্যে প্রথম দিনে পদার্থ বিজ্ঞান বিভিগে ২৫ হাজার ২শত ১৯জনের মধ্যে ২৪হাজার ৬শত ৫৪জন অংশগ্রহণ করে এবং ৫শত ৬৫ জন অনুপস্থিত ছিল।
প্রথম দিনের পদার্থ বিজ্ঞান পরীক্ষায় অংশগ্রহণকারি ২৫ হাজার ২শত ১৯জনের মধ্যে ২৪হাজার ৬শত ৫৪জন জন পরীক্ষার্থীদের মধ্যে ২জন বহিস্কার হয়েছে তাদের মধ্যে কুড়িগ্রামে ১জন এবং গাইবান্ধায় ১জন।
সকাল ১০টায় অনুষ্ঠিত ২০২১ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ কামরুল ইসলাম। এসময় কেন্দ্র পরির্দশনে তার তাঁর সাথে সহযোগী হিসেবে ছিলেন দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি আলহাজ্জ্ব মোঃ মাসুদ আলম।
এইচএসসি পরীক্ষার কেন্দ্রর পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের নিকট পরীক্ষার বিভিন্ন বিষয় নিয়ে ব্রিফিংকালে বলেন,পরীক্ষার্থী এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতায় সুষ্ঠু পরিবেশে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে, এভাবেই সকলের সহযোগিতা পেলে অন্যান্য পরীক্ষাগুলো সুস্থভাবে সম্পন্ন হবে বলে আমি আশা রাখি।