মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ মুজিব বর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্দেশনায় সাইক্লিং দলের পঞ্চগড় থেকে কক্সবাজার শোভাযাত্রা ২০২১ উদ্বোধনের দ্বিতীয় দিন ২ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৮টায় দিনাজপুর জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের প্রাঙ্গণ হতে দ্বিতীয় দিনের উদ্বোধন করা হয়।
পঞ্চগড় টু কক্সবাজার সাইক্লিং শোভাযাত্রায় ৬৫ আনসার সদস্যদের নিয়ে কার্যক্রম শুরু হয় তবে সাইক্লিং দলের ২৫ জন আনসার সদস্য সাইক্লিং খেলোয়াড়দের সমন্বয়ে সাইক্লিং শোভাযাত্রা। সাইক্লিং দলের ২৫ জন সদসস্যের মধ্যে নারী সদস্য ৯জন এবং পুরুষ সদস্য ১৬জন রয়েছে।
এই সাইক্লিং শোভাযাত্রায় একটি জরুরী নিরাপত্তা পিকআপ ভ্যান, স্বাস্থ্য সেবায় নিয়োজিত একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স, একটি মিনিবাস এবং বিভিন্ন মালামাল সরবরাহকারীর কাভার্ড ভ্যান রয়েছে।
উল্লেখ্য যে ১ ডিসেম্বর বুধবার পঞ্চগড় জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয় হতে সকাল ১১টায় সাইক্লিং শোভাযাত্রার শুভ উদ্বোধন করা হয়।