
জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, দিনাজপুরে গত ১৯ ফেব্রুয়ারি২০২২ হতে ৩ মার্চ২০২২ পর্যন্ত ১৩দিন ব্যপী দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনষ্ঠিত প্রশিক্ষণে দিনাজপুর জেলার ১৩টি উপজেলার মোট ৬৪ জন আনসার ও ভিডিপি সদস্য প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
উক্ত প্রশিক্ষণে রেড ক্রিসেন্ট সোসাইটি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জেলা প্রাণিসম্পদ, জেলা মৎস্যসম্পদসহ মোট ৮টি সরকারি ও বেসরকারি দপ্তর হতে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। গত ৩ মার্চ ২০২২ দুপুরে উক্ত প্রশিক্ষণের সমাপনী, সনদপত্র ও ভাতা বিতরণ অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দিনাজপুর জেলা কমান্ড্যান্ট মোঃ হাছান আলী। এছাড়া আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আব্দুর রউফ ও বিরল উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মর্জিনা বেগম, সদর উপজেলা প্রশিক্ষক মোঃ পলাশ মিয়া, খানসামা উপজেলা প্রশিক্ষক মোঃ হাবিবুর রহমান প্রমূখ।
সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি দুর্যোগকালীন সময়ে আনসার ও ভিডিপি সদস্যদের করণীয় বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।