মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ ৪ জুলাই’২০২২ সোমবার সকাল ৯ টায় ও শহরের ব্যাপ্টিষ্ট মিশন পরিচালিত কেরী মেমোরিয়াল হাই স্কুলে “বিজ্ঞান ও প্রযুক্তি অগ্রগতির মূল শক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তঃশ্রেণি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত বিজ্ঞানমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর শিক্ষাবোর্ড এর বিদ্যালয় পরিদর্শক মোঃ আবু হেনা মোস্তফা কামাল। উক্ত বিজ্ঞান মেলায় দিনাজপুর আঞ্চলিক ব্যাপ্টিষ্ট চার্চ সংঘ এর সভাপতি বিজয় দাস এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর ব্যাপ্টিষ্ট মিশনের পালক প্রধান রেভাঃ অরবিন্দ সরকার। অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক হেনরী বুলবুল শিকদার এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেভাঃ জেমস এন থান্দার।
অনুষ্ঠিত আন্তঃশ্রেণী বার্ষিক বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০২২ এর অনুষ্ঠানে প্রাইমারি শাখার আহবায়ক অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুধীর মিনজী ও হাই স্কুল শাখার আহ্বায়ক সহকারী শিক্ষক মোঃ মাসুদ আল-মামুন এর পরিচালনায় আইসিটি, জীব বিজ্ঞান ও কৃষি শিক্ষা, পদার্থবিজ্ঞান এবং রসায়ন বিষয়ে ৫৪ টি প্রজেক্টে প্রায় ১১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
অনুষ্ঠিত আন্তঃশ্রেণি বিজ্ঞান মেলায় বিকেল ৪টায় প্রতিটি বিভাগ থেকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার প্রদান করা হয়।