
মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ ৬ মার্চ’২০২১ রোববার দিনাজপুর সকাল ১১টায় দিনাজপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর আয়োজনে ৫০তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২১ এর জেলা পর্যায়ে বাস্কেট বল খেলাটি সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ বাস্কেট বল গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত জেলা পর্যায়ে বাস্কেট বল খেলায় বালক ও বালিকা বিভাগে ১৩ উপজেলার মধ্যে শুধু মাত্র ২টি দল অংশ গ্রহণ করে। অংশ গ্রহণকারি দলের মধ্যে দিনাজপুর সদরের বালক ও কালিকা বিভাগে সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ এবং চিরিরবন্দর উপজেলার আমেনা বাকী স্কুলের বালক ও কালিকা’র দল।
অনুষ্ঠিত জেলা পর্যায়ে বাস্কেট বল খেলায় সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ এর বালক দল চিরিরবন্দর উপজেলার আমেনা বাকী স্কুল এর বিপক্ষে খেলে ০-৩৩ স্কর পয়েন্ট অর্জন করে বিজয় লাভ করে। অপর দিকে সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ এর বালিক দল চিরিরবন্দর উপজেলার আমেনা বাকী স্কুল এর বিপক্ষে খেলে ০-১৪ স্কর পয়েন্ট অর্জন করে বিজয় লাভ করে।
উক্ত খেলা চলাকালিন সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর একাডেমিক সুপার ভাইজার শাকিলা পারভীন, সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার কাজল লিনুস কস্তা সিএসসি, উপাধ্যক্ষ ব্রাদার সঞ্জীব জেমস সরকার সিএসসি, সহকারী প্রধান শিক্ষক ব্রাদার জনি গ্রেগোরি সিএসসি, ক্রীড়া শিক্ষক সুনিল বাস্কে। খেলায় রেফারির তায়িত্বে খেলাটি পরিচালনা করেন বিপ্লব তপ্ন ও রানা।