
মোরশেদ উল আলম, চিরিরবন্দর প্রতিনিধি ঃ চিরিরবন্দরে নানীর উপর অভিমান করে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। এ ঘটনাটি গত ৭ জানুয়ারী দিবাগত রাত সাড়ে ৯ টায় উপজেলার আব্দুলপুর ইউনিয়নের আব্দুলপুর গ্রামের বানিযুগী নামক স্থানে ঘটেছে।
সে আবুল হোসেনের নাতনী। জন্মের পর হতে সে নানীর বাড়িতেই থাকত। তার বাবার বাড়ি ঠাকুরগাঁও বলে জানা গেছে।
প্রতিবেশিগণ জানান, রত্না (১৫) খাতুন নামে দশম শ্রেণির ওই ছাত্রী ওইদিন সন্ধার পর একাকি বাড়ির বাহিরে গেলে নানী মজিদা বেগম ও মা শাপলা বেগম বকাবকি করে। এতে অভিমানে ওই স্কুল ছাত্রী গলায় শাড়ির পাইড় পেঁিচয়ে নিজ ঘরের সিঁড়িতে লাগিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। বাড়ির লোকজন টের পেয়ে দ্রুত উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার জানান, যেহেতু দিনাজপুরে হাসপাতালে মারা গেছে, সেহেতু সদর থানায় ইউডি মামলা করা হয়েছে। মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।